০৩ ধাতব স্মৃতি ও আতঙ্কের ছোঁয়ায়
saradindu
5 Pages
নাতাশা সিরিজের শেষ ইংরেজী অনুদিত কমিকস পর্ব। এর পরবর্তী পর্বগুলি মূল ফরাসী ভাষা থেকে ইংরেজীতে অনুদিত হয়নি।
এই পর্বে মোট দুইটি ছোট ছোট গল্প রয়েছে। প্রথমটি ধাতব স্মৃতি ও দ্বিতীয়টি আতঙ্কের ছোঁয়ায়।
ধাতব স্মৃতি :নাতাশার সহকর্মী মার্টি কিছু চোরাচালানকারীর পাল্লায় পড়ে বিপদে পড়েছে! শেষ যে হীরের চালানটি তাকে দেওয়া হয়েছিল, তাতে মাল নাকি ঠিকঠাক পৌঁছোয়নি। ওরা তাকে তাড়া করছে। নিরুপায় মার্টি নাতাশার দরজায় এসে দাঁড়ায়। নাতাশা কীভাবে ওকে সাহায্য করবে?
17th June, 2024 8:44 AM
Comments
No Comments!